মাসুদ রানা বাবুল ঃ ২ রা ডিসেম্বর ২০২২ নরসিংদী সদর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ক্লাবের হলরুমে । এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন চৌধুরীর রোগমুক্তি ও ওমরাহ হজ্জব্রত সদস্য ডাঃ শরীফ এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে নরসিংদী সদর প্রেসক্লাব। শুক্রবার বিকেলে সদর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল,সহ সভাপতি ফজলুল হক চৌধুরী, শফিকুল ইসলাম মতি। যুগ্ম সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মাইনউদ্দিন সরকার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক বাবুল চৌধুরী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাজী জাহিদ , রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ। দোয়া ও আলোচনা সভা শেষে ক্লাবের সদস্যদের শীতের পোশাক ব্লেজার প্রদান করার জন্য মাপ গ্রহণ করা হয়।