নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ পুনঃ হওয়াতে চলতি মাসেই নির্বাচনের তফসিল হওয়ার কথা রয়েছে। পুনরায় তফসিল ঘোষনা হলে ৬ নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার আমির হোসেন জনতার দাবীর পেক্ষিতে আবারও মেম্বার প্রর্থী হবে বলে জানাযায়। এলাকাবাসির সূত্রে জানাযায় গত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে ছিলেন। নির্বাচিত হয়ে তিনি এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলশ ভাবে কাজ করে আসছেন। তিনি এলাকার উন্নয়নে চেয়ারম্যানের সাথে সমন্নয় করে ব্যপক ভুমিকা রেখেছেন। তার আমলে জুয়েলের বাড়ি হতে কাউসারের মিল পর্যন্ত সি.সি রাস্তা হয়। মহিলা মেম্বার মনুয়ারার বাড়ি হতে দেওয়ান বাড়ি বাইতুল হাম জামে মস্জিদ পর্যন্ত রাস্তা হয়। ছোট রামচন্দ্রী ব্রীজ হতে ১২ ফুট প্রস্ত ২ হাজার ফিট দৈঘ্য রাস্তা ইটের সলিং করা হয়। অবকাঠামোগত উন্নয়নে তিনি ব্যপক ভুমিকা পালন করেছেন। তিনি এলাকা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটেজিং বন্দ করেছেন। এলাকায় ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছেন। বাল্য বিবাহ, বয়স্ক বাতা বিতরনে সকলের সাথে আলোচনা করে সিদান্ত করেছেন। এলাকাবাসি বিগত দিন তার কর্মে সন্তষ্টি প্রকাশ করে আসন্ন নির্বাচনে সফল মেম্বার আমির হোসেনকে পুনরায় মেম্বার প্রর্থী হিসেবে দেখতে চায়।