নিজস্ব প্রতিবেদক:
রিজিক ইন্টার ন্যাশনাল কোঃ লিঃ পরিচালিত জাপান এডুকেশন এন্ড জব সেন্টার নরসিংদী শাখার উদ্বোধন করা হয়েছে। ২১ শে জানুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকায় ২১৭/২ পশ্চিম ব্রাক্ষন্দী বালুর মাঠ মডেল কলেজ সংলগ্ন এ শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মেজবাহ্ উদ্দিন ভূইয়া ইরান। প্রফেসর মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোতাহার হোসেন। আরো উপস্থিত ছিলেন মজœুর প্রধান টাওয়ারের চেয়ারম্যান জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রার্সার গবনিংবডির সদস্য প্রধান উপদেষ্টা মজœুরুল হক প্রধান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন আউট সোসিং বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান মাহাবুব আলম রতন, গ্লোবাল নেট কর্পোরেশন এর ম্যনেজিং ডিরেক্টর মোঃ আনিসুর রাহমান। রিজিক ইন্টারনেশনাল কোঃ লিঃ ও জাপান এডুকেশনাল এন্ড জব সেন্টারের চেয়ারম্যান নাগামাৎসু ফারুক এর সার্বিকতত্বাবদায়নে আরো উপস্থিত ছিলেন উক্ত শাখার কর্মকর্তা, কর্মচারি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।