আমি মোবারক হোসেন নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকার ভাই ভাই টেক্ট্রাইল মিলস্ এর মালিক। সম্প্রতি কিছু সংখ্যাক জাতিয়, নরসিংদী থেকে প্রকাশিত স্থানিয় ও অনলাইন সংবাদ মাধ্যামে মাধবদীতে পেশী শক্তির জোরে অবৈধভাবে নদী দখল করে গ্যাস সংযোগ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সংবাদ কর্মিকে ভুল তথ্য দিয়ে প্রকাশিত ও প্রচারিত করেছে। প্রকৃত পক্ষে তিতাস গ্যাস অফিস চলমান নিয়মে অনুমতি দেওয়ায় ঠিকাদারের মাধ্যামে গ্যাস লাইন সংযোগ দেওয়া হচ্ছে। স্থানিয় ইউনিয়ন পরিষদ যথাযথ নিয়মমেনে কাজ করার অনুমতি দিয়েছে। একটি কুচক্রীমহল সংবাদ কর্মিকে ভুল তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশিত ও প্রচারিত করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোবারক হোসেন
প্রোপাইটর
ভাই ভাই টেক্ট্রাইল মিলস্
গদাইরচর, মাধবদী, নরসিংদী সদর