পাঁচদোনা ইউনিয়ন কমপ্লেক্স ভবন হলরুমে ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বজেট ঘোষণা করা হয়।বাজেট সভায় সভাপতিত্ব করে তিন তিন বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান। বাজেট সভা পরিচালনা করেন সচিব মোঃ আলতাব হোসেন। বক্তব্যে রাখেন,জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী, আঃ লতিফ,মোহাম্মদ আলী মাস্টার, নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল,সাংবাদিক নুরুজ্জামান পিটু, ইউপি সদস্য নজরুল গাজী,আঃ হাই,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোফাজ্জল কবির প্রমূখ।
উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান , বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান সম্ভাব্য বাজেট সকলের সামনে পেস করে বিভিন্ন দিক উপস্থাপন করেন। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইউনিয়ন বাসীর সহযোগীতা চান।
২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেট ৪,৬৫,৯৮,৫৭ টাকা ঘোষণা করা হয় ।