নবজাতকের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন এই শ্লোগানকে সামনে রেখে মাধবদী পৌরসভার আয়োজনে ১০ জুলাই সকাল ১১ ঘটিকায় মাধবদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক জন সচেতনতা মূলক কর্মশালা । অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী সরকার রাখী উপ পরিচালক ( উপ সচিব ) স্হানীয় সরকার নরসিংদী , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার জননন্দিত মানবিক নগর পিতা ( মেয়র ) হাজি মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তানজিলা জান্নাত রেটিনা সহকারী কমিশনার নরসিংদী জেলা প্রশাসন , পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় জন সচেতনতা মূলক বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগন যথাক্রমে- রাজিব আহাম্মেদ , মনির শাহ , শেখ ফরিদ , হেলাল উদ্দীন , হায়দার আলী , গৌতম ঘোষ , দেলোয়ার হোসেন , আলহাজ্ব মোঃ জাকির হোসেন , নওশের আলী , এ সময় উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলরগন যথাক্রমে পিয়ারা বেগম , ফরিদা ইয়াছমিন , মায়া রানী দেবনাথ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকগন , শিক্ষক , মসজিদের ইমাম , মন্দিরের পুরোহিত , ডাক্তার সাংবাদিক , ব্যবসায়ী ও সর্বস্তরের জনগন।