নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষা উপকরণ মেলা ১৯ জুলাই বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি,ও লাকপুর শিমুলিয়া গালস সকুলের সহকারি শিক্ষক,মোঃ আসাদুজ্জামান আসাদ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগন তাদের উপকরণ নিয়ে শিক্ষা মেলায় উপস্থিত হন। মেলা পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।