মোহাম্মদ আলম মৃধা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা পরিষদের আয়োজনে দোয়া ও আলোচনা শুভ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলার সর্বস্তরের জনগণের প্রিয় মুখ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মনির হোসেন ভুইয়ার নেতৃত্বে জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীদের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭৫ সনের ১৫ ই আগস্ট কালো রাত্রিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।