বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী সদর সাবরেজিস্টার অফিসের দলিল লেখকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজ আদালতে সরকারি কৌশলি (জি,পি) পদে এড. মোঃ আব্দুল হান্নান মিয়ার নিয়োগ নরসিংদীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন নরসিংদীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করে পিবিআই পুলিশ । শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা হত্যা মামলায় সেনাবাহিনীর হাতে আটক নরসিংদীর রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যানসহ আটক ২ নরসিংদীতে অত্যাধুনিক অস্ত্রসহ দুইজন আটক নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা
নরসিংদীতে ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নরসিংদীতে ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে এবং নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান ও মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদীর খবরের সম্পাদক অধ্যাপক সেতারা বেগম, রায়পুরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের রায়পুরা প্রতিনিধি মোঃ মোস্তফা খান, শিবপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। বঙ্গবন্ধু-মানিক মিয়া-বাংলাদেশ একই সূত্রে গাথা। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথ-বঙ্গবন্ধু-মানিক মিয়া-ইত্তেফাক একই সূত্রে গাথা। ইত্তেফাকের কোনো তুলনাই হয়না।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD