নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া মধ্য পূর্ব পাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় নরসিংদী জেলা বিএনপি’র বিপ্লবী সদস্য সচিব (নরসিংদী ৩) শিবপুর আসনের ধানের শীষের প্রতিনিধি জনতার মঞ্জুর এলাহির পক্ষ থেকে স্থানীয় বিএনপি এ আয়োজন করে। উক্ত মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুবপুর ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা আলমগীর হোসেন ভূঁইয়া যুবরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি হালিম উপজেলা মৎস্যজীবী দলের মোঃ লাল মিয়া। নুরুল ইসলাম মাস্টারের সভাপতিিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির পারভেজ ,সদস্য রনি মিয়া ও উজ্জ্বল মৃধা ।সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর । ইউনিয়ন যুবদল নেতা মাসুদ ভুঁইয়া। উপজেলা ছাত্রদল নেতা আনিস সহ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ বলেন শিবপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মঞ্জুর এলাহীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে আলমগীর হোসেন ভূইয়া যুবরাজের নেতৃত্বে আয়ুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ ছিল আগামীতেও থাকবে। উক্ত মিলাদ দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।