বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে অত্যাধুনিক অস্ত্রসহ দুইজন আটক নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে শ্রমিক নিহত নরসিংদীতে হত্যা এবং ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত নরসিংদীর সদর শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত মাধবদীতে সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ডাকাত গ্রেপ্তার
নরসিংদীতে দৈনিক কালবেলার পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নরসিংদীতে দৈনিক কালবেলার পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক  : অত্যন্ত আনন্দঘন পরিবেশে “দৈনিক কালবেলা” পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও জেলার সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার ও মাখন দাস।
নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি এনামুল হক রানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক নরসিংদীর চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, বদরুল আমিন চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, সোহেল এস হোসেন, প্রীতিরঞ্জন সাহা, মোহাম্মদ জয়নুল আবেদীন, মোঃ ফারুক মিয়া, কামরুল ইসলাম কামাল, আমজাদ হোসেন, আসাদুজ্জামান রিপন, মোঃ
মনিরুজ্জামান, এসএম আরিফুল হাসান, শরিফ ইকবাল রাসেল,ও মনোহরদী প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেছেন নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তাগণ বলেন, সরকার পরিবর্তনের পেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতিতে সাহসিকতার সাথে কালবেলা যে সংবাদ পরিবেশন করছে, তাতে অল্প সময়ের মধ্যেই এই পত্রিকাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD