নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক শাহীনসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ও চালকের মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।