সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুর তৃণমূল বিএনপি’র বিশ্বাস ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মনজুর এলাহীর হাতে থাকবে ধানের শীষ
নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নরসিংদী  প্রতিনিধি : পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও আন্দোলন হতে পারে। এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি। আবারও যদি বিপ্লব হয়, সেটা আরও ভয়াবহ হবে।  সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন।
সফর রাজ হোসেন বলেন, এখন মানুষ আর আগের মতো নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘটনাস্থলকে ঘিরে ফেলে। মানুষের ভাবনা হলো, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনো দিন কোনো কিছুতে আপোষ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, পুলিশের বড় অফিসার হবো, সেটা ভুল ধারণা। তিনি সকলকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুশিল সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামিম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ জেলার সকল উর্ধতন কর্মকর্তাগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD