নিজস্ব প্রতিবেদক: নরসিংদী রায়পুরার ডৌকারচর হেরার আলো ইসলামী পাঠাগার ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ডৌকারচর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌকারচর ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ ফরাজি । ইঞ্জিনিয়ার জাকির হোসেন ফরাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ ফরাজী , মোঃ শফিকুল ইসলাম , মাওলানা আব্দুল নুর , ডাক্তার হাবিবুর রহমান , মোহাম্মদ মাইন উদ্দিন ফরাজী । উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা কারী গোলাম মোস্তফা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলাম । ওয়াজ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। ওয়াজ মাহফিল শেষে কবরবাসীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।