শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত মাধবদীর পাঁচদোনায় স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নিজস্ব প্রতিনিধি :
শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ কে পেটানোর দায়ে স্বেচ্ছা সেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়। ১০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টার দিকে শিবপুর থানার ভিতরে এ ঘটনা ঘটে।
স্বেচ্ছা সেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, সে নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিয়েছে।
শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামী নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এখবর পেয়ে রাত ১০ টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায়। এসময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারতে থাকে। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, “এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে।”
তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD