শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ৬ জনকে গ্রেফতার করেছে। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০ খ্রিঃ) নরসিংদীর গোয়েন্দা পুলিশ এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান বৃহস্পতিবার মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া  পাচঁদোনা মোড় হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) হুমায়ুন(২৫), পিতামৃত-একরামুল হোসেন, সাং-নাগেরহাট(পাঁচদোনা)(২) তন্ময়(২৫), পিতা- নওশের আলী, সাং- চৌয়া, উভয়থানা- মাধবদীদের ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এবং এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচর হতে  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (৩) নয়ন মিয়া (২৭), পিতা – বাবুল মিয়া, সাং- শালিধা, থানা-নরসিংদী, (৪) কাউয়ুম বাবু(৩০),পিতা- মুনসুর আলী, (৫) লালন মিয়া ( ২৫),পিতা- রাজা মিয়া, উভয়সাং- আসমান্দীরচর, থানা-মাধবদী, (৬) আরমান সরকার ( ৪০), পিতা- হাশেম, থানা- নরসিংদী, সর্বজেলা- নরসিংদীদের ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোট ইয়াবা উদ্ধার ৭৬০ পিস, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২৮,০০০/= টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD