নিজস্ব প্রতিবেদকঃ
“কমলা রঙের বিশ্বের নারী, বাঁধার পথে দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, জয়িতা সম্মাননা প্রদান ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে ৷ বুধবার(০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা বিলকিস এর সার্বিক ব্যবস্হাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আহবায়ক কমিটির সদস্য মোমেন খান, সদস্য শেখ মানিক প্রমূখ।