নরসিংদী প্রতিনিধি:
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে নরসিংদীতে সমাবেশ করেছে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম। শনিবার বিকেলে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম জেলা শাখার আয়োজনে সমাবেশে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে সরকারি কর্মকর্তাসহ জাতি ঐক্যবদ্ধ রয়েছে। স্বাধীনতা বিরোধীরা সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।