নিজস্ব প্রতিবেদকঃ
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুনিজন সম্মাননা পেলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক একজন দক্ষ নারী নেত্রী তাপসী রাবেয়া। ঢাকাস্থ বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন অায়োজিত “বিজয় স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ডে নামক সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করেন। নানামুখি সমাজ সেবা ও শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যাপক প্রচারণা করে আলোচনায় ছিলেন তিনি। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, গুনিন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টর্স ফোরাম মিলনায়তনে এই সম্মাননা প্রদান করেন।