নিজস্ব প্রতিবেদকঃ
শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক, আসন্ন বাঘাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদ সরকার ও শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য-সচিব জাহিদুল শেখ কাওসার। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় শিল্পমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উপপ্রচার-সম্পাদক খোকন সরকার, নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য-সচিব মনিরুজ্জামান মনির, নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন-আহবায়ক রোকনুজ্জামান বাদল, শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন-আহ্বায়ক মোজাম্মেল ভূঁইয়া জনি, প্রমূখ।