সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত মাধবদীর পাঁচদোনায় স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
নরসিংদীতে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নরসিংদীতে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

৭১ এর মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রাক-বাহিনীদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে । কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নরসিংদী জেলার জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে  সোমবার সন্ধ্যায় জেলার ৬টি উপজেলায় একযোগে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব দপ্তরের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় প্রায় ১0 মিনিট সারাজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ নিরাপদ দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে রাস্তার দু’পাশে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ কর্মকর্তারা সারিবন্ধভাবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলার স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেয়। এছাড়ারও অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনুরূপ কর্মসূচি পালন করেন।


একই সময়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেয়।

একই সময় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন ‘বাঁধনহারা’ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়েরবাগ বধ্যভূমির ইমেজ থিয়েটার প্রদর্শন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রদীপ প্রজ্জ্বলন শেষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ‘বাঁধনহারা’ ইমেজ থিয়েটার প্রদর্শনী পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD