মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
স্বাধীনতার পরাশক্তিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে-এমপি মোহন

স্বাধীনতার পরাশক্তিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে-এমপি মোহন

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী ৩  শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন স্বাধীনতার পরাশক্তিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে। মুক্তিযোদ্ধের নাম মুছে ফেলার জন্য এদেশে অনেক চেষ্টা করা হয়েছে।  তার নমুনা স্বাধীনতা বিরোধীরা আবার সক্রিয় হয়েছে। তাদের এই আশা পূরণ হতে দেওয়া যাবেনা। এ জন্য ১৯৭১ সালের মতো মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে। মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, তারা রাষ্ট্রের সম্পদ। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে যাচ্ছেন। ১৬ ডিসেম্বর বুধবার দুপুরে  শিবপুর উপজেলা মিলনায়তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবীরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক। সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান,  শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন,  মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, আবদুল মোতালিব, একে নাসিম আহমেদ হিরণ, বেলায়েত হোসেন, খবির উদ্দিন, আবুল কাশেম, রমিজউদ্দিন ও ফাইজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের ফটো গ্যালারি পরিদর্শন করা হয়। ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান। এছাড়া বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুরের এমপি মো: জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ খান, ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও  বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD