নিজস্ব প্রতিবেদকঃ
৩০ ডিসেম্বর বুধবার নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে নির্ধারিত বিষয়ে গ্রুপ ওয়ার্ক সমাপ্তিতে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সভায় সভাপতি ব্যক্তিজীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ নরসিংদী জেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।