নিজস্ব প্রতিবেদকঃ
২৯ (ডিসেম্বর) মঙ্গলবার নরসিংদী মডেল থানা পুলিশের উদ্যোগে থানাধীন রেলওয়ে স্টেশন, আল্লাহু চত্বর, শাপলা চত্বর, বীরপুর, গেটবাজার ও বানিয়াছল এলাকায় অসহায়, প্রতিবন্ধী, পথ শিশু, ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ইন্সপেক্টর (অপারেশন্স) উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।