শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না —-রুহুল কবির রিজভী শিবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবপুরে বিএনপির আনন্দ মিছিল, নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঘোড়াশাল পৌর শালিশ দরবার উপেক্ষা করে প্রবীণ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

ঘোড়াশাল পৌর শালিশ দরবার উপেক্ষা করে প্রবীণ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার হুমায়ক শিকদারের অত্যাচারে অতিষ্ঠ একই উপজেলার প্রবীণ ব্যবসায়ী আবু সিদ্দিক ভূইয়া। জানা যায়, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের পলাশ বাজারের প্রবীণ ব্যবসায়ী মৃত জাবেদ আলী ভুইয়ার ছেলে মোঃ আবু ছিদ্দিক ভূইয়া (৯০) পলাশ মৌজাস্থ পলাশ বাজার আর.এস- ১২১৪, ১৫১৩ এবং আর.এস ০১ ও ০২ নং দাগে ৭ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করে প্রায় ৩৫ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে সুনামের সহিত বসবাস করে আসছে। কিন্তু এই সম্পত্তির উপর লোলপ দৃষ্টি পরে ভাগ্যের পাড়া গ্রামের মৃত মনিরুজ্জামান শিকদারের ছেলে মোঃ হুমায়ন শিকদারের। আবু ছিদ্দিক ভূইয়ার সরলতা বাধ্যকের সুযোগ নিয়ে ভূমি দস্যু হুমায়ন শিকদার দীর্ঘদিন যাবৎ বাড়ীঘর দখল করার পায়তারা করে আসছে। বিভিন্ন সরকারী দপ্তরে হয়রানী মূলক অভিযোগ করে আসছে। হুমায়ন শিকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করলে স্থানীয়ভাবে বিষয়টি গত ১৫/০৩/২০১৬ইং তারিখে উভয় পক্ষের সম্মতিক্রমে বিষয়টি লিখিতভাবে নিষ্পত্তি হয়। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চতুর হুমায়ন শিকদার পুণরায় ঘোড়াশাল পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করে, যার স্মারক নং- ঘো,পৌ,বি, কার্য-২০২০, অভিযোগের আলোকে গত ০১/১২/২০২০ইং তারিখে ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক এর উপস্থিতিতে ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুলহাস মিয়ার সভাপতিত্বে চার জন সার্ভেয়ার, কাউন্সিলর বিল্লাল, শাহনাজ আক্তার, মানবাধিকার সংস্থা, রেজি নং- এস-৯৮৫২ পলাশ শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়। উভয়পক্ষ রায় মেনে আপোষ মীমাংসায় স্বাক্ষর করে। কিন্তু প্রতারক হুমায়ন শিকদার পৌরসভার রায় মেনে নিয়েও একটি কুচক্রি মহলের ইশারায় অপপ্রচার চালাচ্ছে। আবু ছিদ্দিক ভূইয়া জানায়, হুমায়ন শিকদারের পিতা মনিরুজ্জামান শিকদার জীবিত অবস্থায় উক্ত সম্পত্তির বিষয়ে উভয়পক্ষের মধ্যে লিখিত আপোষ মীমাংসা হয়। হুমায়ন শিকদার আমাকে ঘায়েল করার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে তার নিজের বাড়ী নিজে ভাংচুর করে আদালতে একটি ১৪৫ ধারা মামলা দায়ের করে। মামলা বর্তমানে চলমান। হুমায়ন শিকদারের অত্যাচারে বর্তমানে আমি অতিষ্ঠ এবং সে বিভিন্ন পত্র পত্রিকায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD