নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র শরীফুল হকের সমর্থনে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে জানুয়ারি) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুল মাঠ থেকে শোডাউনটটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী পুরুষ অংশহণ করেন। সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে পৌর আওয়ামীলীগের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র শরীফুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, সাংগঠনিক সম্পাদক ক্বারী উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা দিলীপ প্রমুখ।