শিবপুর প্রতিনিধিঃ
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ হিসেবে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন পাকা ঘর ও জমি। শনিবার (২৩ জানুয়ারী) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো শিবপুরে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিবপুর উপজেলায় ৪২ টি পরিবারের মাঝে গৃহ প্রদানের সনদপত্র, কবুলিয়ত এবং নামজারীর খতিয়ান হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী -৩ শিবপুরের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা নির্বাহী অফিসার কবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, পুটিয়া ইউপি চেয়ারম্যান হাসান-উল সানি এলিছ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।