নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম, পিপিএম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। কাজী আশরাফুল আজীম, পিপিএম ২০১৮ সালের ৭ জুন থেকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়। কাজী আশরাফুল আজীম ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগদান করেন।