নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে নরসিংদী জেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ৩০ জানুয়ারি শনিবার উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর মহাসচিব মোঃ খলিলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকল কর্মকর্তাকে স্ব স্ব দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা এবং নিয়মানুবর্তীতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। বিভাগীয় কমিশনার এর দিকনির্দেশনায় নবীন কর্মকর্তাগণসহ উপস্থিত সকলকে অনুপ্রানিত করবে বলে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশাবাদ ব্যক্ত করেন।