শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ৬ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের ৩টি স্থানে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শ্যামল চন্দ্রবসাক,এই মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন শিবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন ও উক্ত কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দপূর্বক ধ্বংস করেন। এবং উত্তোলিত জব্দকৃত বালু মোবাইল কোর্ট এর স্থানেই তাৎক্ষনিক নিলামের মাধ্যমে বিক্রি করেন। এসময় কাউকে আটক করা যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেছেন।এ ব্যাপরে সহকারী কমিশনার (ভূমি)শ্যামল চন্দ্রবসাক জানায় অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে।