নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে ২০২০ সালে সংগঠিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নিহত ১৬ জন যানবাহনের চালকের পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে নরসিংদী জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।গতকাল সন্ধ্যায় শহরের সাহেপ্রতাব মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খাঁন এমপি।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান আলী,মুক্তিযোদ্ধা আরমান মিয়া,ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা,শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ভুঁইয়া,জাকির হোসেন মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী ফারুক প্রমুখ। এসময় বক্তারা সড়ক মহাসড়কে দূর্ঘটনা এড়াতে চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে নরসিংদী জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা নির্বাচিত হওয়ায় তাকে গণ সংবর্ধনা দেয়া হয়।