নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার (১০ মার্চ) নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন। অর্থ বছরের বাজেট পেশ করেন ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আলহাজ ইসহাক মোল্লা দুলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশারফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, সমিতির পরিচালক আলহাজ মো. মোমেন সরকার, আলহাজ আমিনুল হক বাচ্চু, কাজী মো. সোহেল, মো. হারুন অর রশিদ, ডা. এম,এস,এস, হাসান আল জামী, আলহাজ মো. কাজিম উদ্দিন, আলহাজ আব্দুল বাছেদ মিয়া ও মো. রাসেল বিন হাসানাত প্রমুখ।