নিজস্ব প্রতিবেদকঃ
২১ মার্চ রোববার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক বিভিন্ন উপজেলায় এবং জেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রমসহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নরসিংদী জেলা পুলিশ এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান।