নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পলাশ গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাকির হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন রফিকুল ইসলম ইফতি। আগামী ১১ই এপ্রিল সারাদেশের ন্যায় ১ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ই মার্চ বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গজারিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন জমা দেয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দিন, কামাল হোসেন, রফিকুল ইসলাম, ও ফকির আব্দুল মতিন মনোনয়ন পত্র জমা দেন। গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম ইফতি স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে ২৩ মার্চ (মঙ্গলবার) মনোনয়ন প্রত্যাহার করেন। গজারিয়া ইউনিয়ন সাধারন ভোটাররা জানান, জাকির হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে ছাত্রলীগ সভাপতি ইফতি মনোনয়ন প্রত্যাহার করায় গজারিয়া ইউনিয়নের জাকির হোসেন চৌধুরীর গ্রহণযোগ্যতা বেড়ে গেছে।