নিজস্ব প্রতিবেদক
মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি প্রতিপালন, হোম কোয়ারেন্টাইন, আক্রান্তদের দ্রুত চিকিৎসা, মৃতদেহ সৎকার, বাজার মনিটরিং ও ত্রাণ কার্যক্রম নিশ্চিতরণে সচেতনতামূলক কর্মসূচি করেছে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ০৩/০৪/২০২১ইং সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে এই কর্মসূচির আওতায় মাস্ক বিতরণ ও ব্যবহারের প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয় ।
কর্মসূচিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ-আলম মিয়া, নরসিংদী করোনা ডেডিকেডেট হাসপাতালের আবাসিক কর্মকর্তা মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম-মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।