শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৪ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূঞা জুয়েল। প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এস এম খোরশেদ আলম।
এছাড়া নবনির্বাচিত কমিটির সহ সভাপতি সোহেল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক স্বপন খান, সাহিত্য সম্পাদক এনামুল হক শাহীন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান মাষ্টার ও ডালিম খান উপস্থিত ছিলেন।
অপরদিকে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক আলম খান, সদস্য শেখ মানিক, আমীর হোসেন, সোহরাফ হোসেন বাধন, মাছুম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে শিবপুর প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন ও পরিচয় করিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ।