শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নরসিংদীতে পাগলের ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

নরসিংদীতে পাগলের ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে এক পাগলের ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছে। আহত হয়েছে আরো ১ জন। বুধবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল ছগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুত্বর আহত সেন্টু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলো চরাঞ্চলের ছগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন পাগল ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল ছগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া বাড়ির অদূরে তার কৃষি জমিতে কাজ করছিলো। এ সময় এই গ্রামের মানসিক ভারসাম্যহীন ইউনুস আচমকা ছুড়ি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপাতে থাকে। ফজল মিয়াকে কুপানোর পর পরে রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকে কুপাতে থাকে। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রথমে স্থানীয় পল্লি চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন পাগলকে আটক করে। সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD