ইলিয়াছ হায়দার
নরসিংদী জেলা রায়পুরা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এগ্রো প্রডাক্টসের সহযোগিতায় ও বাংলাদেশ ফোর্স ভেজিটেবল এন্ড লাইটের আয়োজনে ৬ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় রপ্তানিযোগ্য লেবু ও সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম খান ,কো-অর্ডিনেটর বিজনেস প্রমোশন কাউন্সিল ও যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনসুর, জেনারেল সেক্রেটারি বিএফভিএপিইএ, সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোঃ বনি আমিন খান, রায়পুরা উপজেলা কৃষি অফিসার। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ তাইজুল ইসলাম খান ,মঞ্জুরুল ইসলাম, রিসোর্স পারসন মোহাম্মদ শামছুল আলম, এডি প্লান কোয়ানেইন উইং, ফিল্ড অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপদেষ্টা মিঠুন সহ ৫০ জন কৃষক ৎ, সরবরাহকারী ও কৃষি কর্মকর্তারা এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।