সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
পলাশ ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী

পলাশ ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ভয়ংকর দেলু বাহিনীর হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবেক ইউপি সদস্য ও কলেজ শিক্ষার্থী। পলাশ থানার ২১/০৫/২০২১ইং তারিখের ২নং মামলা সূত্রে জানা যায়, ২০/০৫/২০২১ইং সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকায় দেলোয়ার হোসেন দেলু, আমজাদ হোসেন, সোহেল, জুয়েল মিয়া, রাজিব, লিটন, আল আমিন, আরিফ, মফিজ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণ আরএফএল গ্রুপ এর নিবন্ধিত ঠিকাদার মোঃ কামরুল হাসান এর বাড়ীতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঠিকাদার কামরুল হাসানকে বাড়ীতে না পেয়ে তার পুত্র নাহিদ হাসান (২৩) ও ডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজ উদ্দিনকে জোর পূর্বক অপহরন করিয়া কাজিরচরে প্রায় ২ ডজনের অধিক মামলার আসামী দেলোয়ার হোসেন দেলুর নির্মানাধীন ৫ (পাঁচ) তলা ভবনের ৪ (চার) তলায় নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতনসহ সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছিনিয়ে নেয়। এলোপাথারি আঘাত করিয়া শরীলের বিভিন্ন জায়গায় জখম করে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। এ বিষয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নাম প্রকাশ না করার না শর্তে এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী ভয়ংকর দেলু বাহিনীর প্রধান দেলু দীর্ঘদিন জেলা হাজতে ছিল বিধায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। কিন্তু আইনের ফাঁকে উচ্চতর আদালত থেকে জামিনে এসে ত্রাসের রাজত্ব কায়েম করতে পুণরায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এ বিষয়ে এলাকাবাসী যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD