শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
একজন মানবতার ফেরিওয়ালা- ইউএনও কাবিরুল ইসলাম খান

একজন মানবতার ফেরিওয়ালা- ইউএনও কাবিরুল ইসলাম খান

শিবপুর প্রতিনিধিঃ

“মানুষ মানুষের জন্য” এরই মধ্যেই কর্ম দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা ইউএনও কাবিরুল ইসলাম খান। মানব সেবাই পরম ধর্ম, পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেক ভাবেই মানুষের সেবা করা যায়। সেই মানবতার ফেরিওয়ালা হলেন শিবপুর উপজেলার সুযোগ্য, সৎ, ইউএনও কাবিরুল ইসলাম খান। তার কাছে আইন, শৃঙ্খলা মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন । মহামারী করোনা ভাইরাস আতংকে যখন সবাই আতংকগ্রস্থ, ঠিক এই দুঃসময়ে শিবপুরের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষদের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন ইউএনও কাবিরুল ইসলাম খান । ত্রাণ কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক নির্দেশনা দিয়েছেন।বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আমাদের শিবপুরের ইউএনও একজন ভাল মানুষ। তিনি বাড়ি বাড়ি গিয়ে আমাদের খাদ্যসামগ্রী দিয়ে গেছেন।আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।ইউএনও কাবিরুল ইসলাম খান বলেন, মানবসেবাই পরম ধর্ম। করোনায় শিবপুরের কর্মহীন ও হতদরিদ্রের পাশে আমি সর্বদাই আছি।সরকারের পাশাপাশি আমাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানো কর্তব্য বলেই আমি মনে করি। এ সময় তিনি অসহায়দের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD