নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১মে) নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সমন্বয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ প্রমুখ। ওরিয়েন্টেশন কর্মশালায় নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তাগণ বলেন ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৭২টি ইউনিয়নের ২১৬টি কেন্দ্রে একযোগে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর মধ্যে নীল ক্যাপসুন (১লক্ষ আই ইউ) খাওনোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে শিবপুরে ৬০০০ জন,পলাশে ২৯৩১ জন,মনোহরদীতে-৫১০০জন,বেলাবতে-২৫০০জন,রায়পুরায় ৮০০০জন,নরসিংদী সদরে ৯৫০০ এবং পৌরসভায় ২৩৭০ জন।
এছাড়া, ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুর মধ্যে লাল ক্যাপসুল(২লক্ষ আই ইউ)খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিবপুরে ৪৫,৫০০ জন, পলাশে ২৪,৫৮৫ জন, মনোহরদী উপজেলায় ৪৬,৭০০জন, বেলাব উপজেলায় ২৯,০০০জন, রায়পুরা উপজেলায়-৭৫,০০০ জন, নরসিংদী সদর উপজেলায় ৮৬,০০০ জন এবং পৌরসভা এলাকায় ১৯,২০০জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে ।
স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পৌর এলাকাসহ ১,৭৮২টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম। একাজে সেচ্ছাসেবক নিয়োগ করা হয় মোট ৫,৫৪১জন।