সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত মাধবদীর পাঁচদোনায় স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
নরসিংদীতে অপহরণের ২ঘন্টার মধ্যে কলেজ ছাত্রকে উদ্ধার করেছে ডিবি পুলিশ

নরসিংদীতে অপহরণের ২ঘন্টার মধ্যে কলেজ ছাত্রকে উদ্ধার করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীতে কলেজ ছাত্র অপহরণের মাত্র ২ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, আসামী গ্রেফতার এবং মামলা রুজু ও অভিযোগ প্রদান এর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অপহৃত কলেজ ছাত্র সবুজ মোল্লা (১৮) কে শিবপুর উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় গ্রেফতারকৃত ৪জন হলো নরসিংদী শহরের সংগীতা এলাকার ফজল মিয়ার ছেলে মো: নাদিম মিয়া (১৯), শামছু মিয়ার ছেলে মো: আরিফ মিয়া (২০), ভেলানগর এলাকার রতন চন্দ্র দাসের ছেলে প্রান্ত চন্দ্র দাস (২০), রায়পুরা শ্রীরামপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো: মামুন মিয়া (২৫) ।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের বাদল মোল্লার ছেলে কলেজ ছাত্র সবুজ মোল্লা (১৮), তার নানার বাড়ি শহরের শালিধা থেকে সকাল ৭টায় প্রাইভেট পড়তে ব্রাহ্মন্দী এলাকায় আসে।

প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে বেলা অনুমান ১১ টার দিকে নরসিংদী সরকারী কলেজের সামনে পাকা রাস্তার উপর পৌঁছতেই অপহরনকারীরা সবুজকে একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। অপরাধীরা কলেজ ছাত্রের নিকট থেকে জোরপূর্বক নগদ ৪ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। তার মোবাইল থেকে মামা আবু বক্করের মোবাইলে ফোন দিয়ে সবুজকে ছাড়িয়ে নিতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত টাকা না দিলে কলেজ ছাত্র সবুজকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

ঘটনাটি জানার সাথে সাথেই জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে। মাত্র ২ ঘণ্টার মধ্যে শিবপুর মডেল থানাধীন ঘাগটিয়া পুকুর পাড় এলাকা হতে ভিকটিমকে উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের অপহরণ কাজে ব্যবহৃত ১টি অটো বাইক, ১টি মোবাইল ফোন, তসরুপকৃত নগদ ৪ হাজার – টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার মামলা নং-০৮,তারিখ-০৩/০৬/২০২১খ্রিঃ,ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ দণ্ডবিধি রুজু করা হয়।।

গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে মামলার ঘটনার সাথে জড়িত থাকার সু-নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কার্য সম্পাদন করে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।

অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতার এবং মামলা রুজুর পর তদন্ত কার্য সম্পাদন করে অভিযোগপত্র দাখিল করায় ভিকটিম, তার পরিবার এবং সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD