অনলাইন ডেস্কঃ
দায়িত্বরত অবস্থায় ‘কোনো কারণ ছাড়াই’ কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার নারী সাংবাদিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। গতকাল শনিবার (৫ জুন) এই ঘটনা ঘটে পূর্ব জেরুজালেমের নিকটবর্তী শেখ জাররাহ এলাকায়। আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত ওই সাংবাদিকের নাম গিভারা বুদেইরি।
ওই সাংবাদিককে শুধু গ্রেপ্তারই করা হয়নি, লাঞ্ছিতও করা হয়েছে। তাকে ক্রমাগত ধাক্কাতে ধাক্কাতে গাড়িতে তোলা হয়। এক পর্যায়ে তার ওপর চড়াও হয় কয়েকজন পুলিশ। ভেঙে ফেলা হয় তার ব্যবহৃত ক্যামেরা। অন্যান্য যত যন্ত্রপাতি ছিল সেসব কেড়ে নেওয়া হয়। অথচ ওই সাংবাদিক প্রেস লেখা জ্যাকেট পরিহিত ছিলেন।
ঘটনার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। দেশটির পুলিশ বিভাগ কর্তৃক গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন, এমন একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।