শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
মনোনয়ন যে পায় তার পক্ষেই কাজ করবো———-মন্জুর এলাহী শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে র‍্যাবের অভিযানে অবৈধ পণ্য সহ গ্রেফতার এক নরসিংদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালত কে লক্ষ্য করে গুলি নরসিংদীর শিবপুরে তারুণ্য মেলার উদ্বোধন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নারায়ণপুর ইউনিয়নে পাপড়ি’র উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ প্রকল্পে নাগরিক সংলাপ

নারায়ণপুর ইউনিয়নে পাপড়ি’র উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ প্রকল্পে নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলাধীন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদে ১০ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় পাপড়ি’র আরজেই-পিআইবি প্রকল্প ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে প্রতিবন্ধীদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ প্রকল্পে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ মোছলে উদ্দিন এর সভাপতিত্বে ইউনিয়ন এর সেবাসংক্রান্ত বিষয়ে সেবাদাতা ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। সকলের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক সংলাপে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি, অপ্রতিবন্ধী ব্যক্তি ও ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটির সদস্যগণ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজ কর্মী প্রভা রানী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সচিব জনাব মো: ইমরুল হাসান, সিডিডি’র আরজেই-পিআইবি প্রকল্পের ম্যানেজার জনাব রাখী বড়–য়া, প্রকল্পের সমন্বয়কারী জনাব মুনজুরুল করিম, পাপড়ি’র নির্বাহী পরিচালক জনাব আবু বাছেদ, প্রকল্প ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, আরজেই-পিআইবি প্রকল্পে পিও জনাব নাছিমা আক্তার, ডেফব্লাইন্ড প্রকল্পের আরআরসি ম্যানেজার জনাব নাজিম উদ্দিন খাঁন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজেই-পিআইবি প্রকল্পের এসআইও জনাব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ জনগনের বিভিন্ন প্রশ্ন উত্তরে চেয়ারম্যান ও সচিবসহ ইউপি. সদস্যগণ আগমী দিনে অসম্পূর্ণ কাজ গুলো ভালভাবে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন, আর দুজন প্রতিবন্ধী ব্যক্তির প্রশ্নের উত্তরে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় বলেন আপনারা দুজনই আজকের সভা শেষে আমার সাথে দেখা করে যাবেন আমি আগামী ১৫দিনের মধ্যে আপনাদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবো এবং আমি যতদিন আছি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইউনিয়ন পরিষদ থেকে প্রদানকৃত সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যোগ্যতা অনুসারে সম্পৃক্ত করা চেষ্ঠা করবো। এছাড়াও উপস্থিত অতিথিগণ বলেন প্রতিটি কাজেরই জবাবদিহিতা আছে, আজ এই নাগরিক সংলাপের মাধ্যেমে ইউপি. সদস্যগণ যেভাবে আলোচনা করলেন তাতে আমরা সবাই ইউনিয়ন পরিষদে সদস্যদেরকে ধন্যবাদ জানায় এবং আমি এই প্রথম দেখলাম ইউনিয়ন পরিষদের সদস্যগণ সরাসরি জনগনে প্রশ্নের উত্তর দিচ্ছেন। পরিশেষ পাপড়ি ও সিডিডিকে এই মহতি উদ্দ্যোগের জন্য ইউনিয়ন পরিষদসহ অতিথিগণ শুভেচ্ছা ও অভিন্দন জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD