নিজস্ব প্রতিবেদক
সরেজমিন নরসিংদী জেলার লকডাউন মনিটরিং এ মাঠে নামলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় দিনে তিনি নরসিংদীর ঝুকিপূর্ণ এলাকা মাধবদী শেখেরচর বাজার পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন মেজর মোঃ কামরুল ইসলাম এস জিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
লকডাউন বাস্তবায়নে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ফোর্স নিয়ে ৬ টি উপজেলায় সকাল থেকে কাজ করছে। দ্বিতীয় দিনে জেলা জুড়ে ১২৯ টি মামলায় ৪৯ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে।
সিনিয়র সহকারী কমিশনার রিফাত ফৌজিয়া ও মেজর কামরুল ইসলাম এসজিপি ‘র নেতৃত্বে নরসিংদী পৌরসভা এলাকায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া ও ক্যাপ্টেন মোঃ রেদওয়ান হাসান খন্দকার এর নেতৃত্বে মাধবদী শেখেরচর এলাকায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান খন্দকার ও মেজর সুহেল এর নেতৃত্বাধীন রায়পুরা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সহকারী কমিশনার
(ভূমি) মোঃ বেলাল হোসেন নেতৃত্বে বিজিবি নিয়ে বেলাবো উপজেলায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি ‘র সহযোগিতায় মনোহরদী উপজেলায়, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) শ্যামল চন্দ্র বসাক এর নেতৃত্বে বিজিবি ‘র সহযোগিতায় শিবপুর উপজেলায়, সহকারী কমিশনার
(ভূমি) আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি ‘র সহযোগিতায় পলাশ উপজেলায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান পুলিশ ফোর্স নিয়ে নরসিংদী সদর উপজেলায় কাজ করছে।
বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোরশেদ এর নেতৃত্বে নরসিংদী সদর উপজেলায় শেখ হাসিনা সেতু, শাহে প্রতাব, পাঁচদোনা, শেখেরচর, মাধবদী, ভেলানগর, সাটিরপাড়া, পৌরসভা এলাকায় লকডাউন বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ ফয়জুর রহমান।
লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন নরসিংদীর সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ফোর্স। করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড -১৯)সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদীবাসীর সহযোগিতা কামনা করেন।