নরসিংদীর শিবপুরে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। ৪ জুলাই রবিবার উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার সংলগ্ন স্থানে বসবাসকারী ১১টি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও বলেন, করোনায় বেদে সম্প্রদায় কর্মহীন হয়ে পড়েছে। ফলে তাদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।