নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে মাধবদী থানার বথুয়াদী গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান, সোমবার গভীর রাতে মাধবদী থানার বথুয়াদী গ্রামের খালপাড়ের একটি কবরস্থানের নিকট ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিম, রনি ওয়াহেদ, আনোয়ার হোসেন ও আল-আমিনকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন ডাকাত পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ আরো কয়েকটি মামলা রয়েছে।