কিশোরগঞ্জের ভৈরব সেতু থেকে মেঘনা নদী দিয়ে সাঁতার কেটে নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়া ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৪২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন নরসিংদী সদর উপজেলার আলোকবালীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব সেতু সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করে প্রায় ৭ ঘন্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছান। তিনি ভবিষ্যতে সাঁতার কেটে ঢাকা যাওয়ার চিন্তাভাবনা রয়েছে।