নিজস্ব প্রতিবেদক
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান সরকার এর নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। নোয়াদিয়া ও কামড়ীতলা ও শাষপুর শারদীয় দূর্গা পূজা পরিদর্শন কালে সাথে ছিল মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা, আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসাইন, কোষাধক্ষ্য গোলজার হোসেন ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।