নিজস্ব প্রতিবেদকঃ
১৬ অক্টোবর শনিবার নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -১ সদর আসনের সংসদ সদস্য জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আহবায়ক জনাব মোঃ আফতাব উদ্দিন ভূইয়া, আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম, সাবেক প্যানেল মেয়র রিপন সরকার, আমিরুল হক ভূঁইয়া , মমতাজ ভূঁইয়া ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমিনুর রহমান আপেল, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ধিত সভা সমাপ্তি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন করিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান করিমপুর ইউনিয়ন উন্নয়নের রূপকার দানবীর ক্লিন ইমেজের প্রার্থী মমিনুর রহমান আপেল ।